নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): দেশের আগামী বাজেট মধ্যবিত্তদের জন্য উৎসর্গ করা উচিত। এমনটাই দাবি জানালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আমি কেন্দ্রীয় সরকারের কাছে ৭টি দাবি জানাচ্ছি, প্রথমত, শিক্ষা বাজেট ২% থেকে বাড়িয়ে ১০% করতে হবে। বেসরকারি স্কুলের ফি সীমাবদ্ধ করা উচিত। দ্বিতীয়ত, উচ্চ শিক্ষার জন্য ভর্তুকি ও বৃত্তি প্রদান করতে হবে।
কেজরিওয়াল আরও বলেছেন, তৃতীয়ত, স্বাস্থ্য বাজেট ১০ শতাংশ বৃদ্ধি করা উচিত। স্বাস্থ্য বীমা থেকে ট্যাক্স অপসারণ করা উচিত। চতুর্থত, আয়কর ছাড়ের সীমা ৭ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করতে হবে। পঞ্চমত, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে জিএসটি তুলে দিতে হবে। ষষ্ঠ, প্রবীণ নাগরিকদের জন্য একটি শক্তিশালী অবসর পরিকল্পনা এবং পেনশন স্কিম। দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা। সপ্তমত, প্রবীণ নাগরিকদের রেল ভ্রমণে ৫০ শতাংশ ছাড় দিতে হবে।”