মাদ্রিদ, ২২ জানুয়ারি (হি.স.) : ‘রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কার্লো আনচেলত্তি’- ছড়িয়ে পড়া এই গুঞ্জনকে মঙ্গলবার রাতে উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ। তিনি বলেন, বিদায় বলার কোনও তারিখ ঠিক করিনি। এটা আগামীকাল হতে পারে, আগামী ম্যাচের পরে হতে পারে, এক বছরের মধ্যে হতে পারে, আবার ৫ বছরেও হতে পারে।
বুধবার চ্যাম্পিয়নস লিগে সালসবুর্কের মুখোমুখি হবে তাঁর দল রিয়াল মাদ্রিদ। আগের দিন অর্থাৎ মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে নিজের এই অবস্থানের কথা পরিষ্কার করেন আনচেলত্তি।