আগরতলা, ২২ জানুয়ারি: শিক্ষক বদলির প্রতিবাদে ফটিকরায় বিধানসভার নোয়াগাঁও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা। তাতে,যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কুমারঘাট আইএস অফিস থেকে ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকরা।
এদিন ছাত্রছাত্রীদের বলেন, ফটিকরায় বিধানসভার নোয়াগাঁও বিদ্যালয়ের একজনই বিজ্ঞান বিষয় শিক্ষক রাহুল দেবনাথ রয়েছে। তাই তিনি ছাত্রছাত্রীদের ভালো করে পড়াশুনা বুঝাতে পারেন। এর জন্যই ওই বিদ্যালয়ে তার প্রয়োজন রয়েছে। কিন্তু হঠাৎ তাঁকে ওই বিদ্যালয় থেকে বদলি করা হয়েছে। এরই প্রতিবাদেই ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে,যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে।
এদিলে, খবর পেয়ে কুমারঘাট আইএস অফিস থেকে ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এনং শিক্ষক বদলির বিষয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করে দেন ছাত্র-ছাত্রীরা।