মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.) : ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত সিরিজের পর সর্বশেষ আইসিসি মহিলাদের ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
শীর্ষ ১০এ একমাত্র ভারতীয় মান্ধানা তৃতীয় ওডিআইতে ১৩৫ এবং প্রথম এবং দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৪১ এবং ৭৩ রান করেছিলেন। তার বর্তমানে ৭৩৮ পয়েন্ট রয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ড ৭৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন, শ্রীলঙ্কার চামারি আথাপাথু ৭৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।