গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : ‘অপারেশন প্রঘাত’-এর বলে ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়ায় অভিযান চালিয়ে আরও এক জিহাদিকে গ্রেফতার করেছে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
‘অপারেশন প্রঘাত’-এর বলে নিম্ন অসমের ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসিপাড়া কো-ডিস্ট্রিক্টের অধীন চিনামারি গ্রামে অভিযান চালিয়ে জনৈক বেড়াকাটা শেখের ৩১ বছর বয়সি ছেলে আজিবর রহমান নামের আরেক ‘ওয়ান্টেড’ ইসলামিক মৌলবাদীকে গ্রেফতার করেছে এসটিএফ। আসাম এসটিএফ-এর থানায় ২১/২০২৪ নম্বর মামলার অধীনে আজিবরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে গোপনে ইসলামিক মৌলবাদীদের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ‘অপারেশন প্রঘাত’-এর বলে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক সহ ১৩ জনকে গ্রেফতার করেছে এসটিএফ৷ আজিবর রহমানকে নিয়ে জিহাদি অভিযোগে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪।
এসটিএফ-এর জনৈক আধিকারিকের কাছে জানা গেছে, জিহাদি এই গ্রুপ জনৈক মহম্মদ ফারহান ইসরাকের নির্দেশে অসম সহ ভরতের বিভিন্ন রাজ্য সক্রিয় কর্মকাণ্ডে জড়িত। এরা ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার সহযোগী সংগঠন আনসারউল্লা বাংলা টিম (এবিটি)-এর এক নেতা জসিমউদ্দিন রহমানির ঘনিষ্ঠ সহযোগী।
তদন্তে এসটিএফ আরও জানতে পেরেছে, বাংলাদেশের রাজশাহী থেকে একজন বাংলাদেশি নাগরিক সাব শেখ নামে পরিচিত মহম্মদ সাদ রাদিকে সমমনভাপন্নদের মধ্যে চরমপন্থী মৌলবাদী মতাদর্শ প্রচারের নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ভারতে পাঠানো হয়েছিল।
এখানে উল্লেখ করা যেতে পারে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি (শনিবার) রাতে এই বিলাসীপাড়ার খুদিগাঁওয়ে অভিযান চালিয়ে এসটিএফ-এর আধিকারিকরা আরেক জিহাদি জাহের আলিকে গ্রেফতার করেছেন। জাহের আলি অটো চালকের ছদ্মবেশে বিলাসীপাড়ায় বসবাস করত।