আগরতলা, ২১ জানুয়ারি : ভারতীয় সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ্য অঙ্গ যোগকে কেন্দ্র করে আজ মোহনপুরে যোগ শিবির আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথসহ স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন।
আজকের এই শিবিরে পতঞ্জলির যোগ গুরু রামদেবের শিষ্যদের তত্ত্বাবধানে সকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত যোগাসন ও প্রাণায়াম শিবিরের আয়োজন করা হয়। এরপর সকাল ৯টায় একটি যজ্ঞের আয়োজন করা হয়।
এই উপলক্ষে মন্ত্রী রতন লাল নাথ বলেন, যোগ আমাদের দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। আবালবৃদ্ধবনিতাকে এই সংস্কৃতির সাথে যুক্ত থাকতে হবে। এতে আমাদের আগামী প্রজন্ম দেশের এই সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে অবগত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই যোগ শিবিরে বহু মানুষ অংশগ্রহণ করেছেন এবং এই আয়োজনকে সফল করতে সকলেই মিলে কাজ করেছেন।