আগরতলা, ২০ জানুয়ারি : মনু নদীর ওপারে বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। এটা কোনভাবেই উচিত নয়। সীমান্ত রেখার প্রায় ৪০ থেকে ৫০ মিটারের মধ্যেই বাঁধ নির্মাণ করা হয়েছে। এ বিষয়টি কেন্দ্র সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন। কৈলাসহরে সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণের বিষয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। জেলাশাসক থেকে সমস্ত তথ্য নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পেশ করেছেন। বাঁধ সম্পর্কিত যাবতীয় তথ্য, স্যাটেলাইট চিত্র সবকিছুই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট দিয়েছেন। এই বাঁধ নির্মাণের ফলে কৈলাসহর সম্পূর্ণ ডুবে যেতে পারে। জল স্বাভাবিক নিয়মে চলাচল করতে পারবে না। ফলে ওই এলাকায় বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক এই বিষয়টি কেন্দ্রীয় সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, কৈলাসহরের রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া স্থানে ভারত সরকারের সঙ্গে কোন ধরনের বৈঠক ছাড়াই উঁচু বাঁধ তৈরি করেছে বাংলাদেশ সরকার। যার ফলে জলের তলায় তলিয়ে যেতে পারে গোটা ঊনকোটি জেলার কৈলাসহর।