আগরতলা, ২০ জানুয়ারি : রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি এবং দলীয় কর্মীদের উপর আক্রমণ সহ বিভিন্ন অভিযোগ নিয়ে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করলো সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি।
ডেপুটেশন শেষে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন, গত ৫ জানুয়ারি থেকে সিপিআইএম কর্মী সমর্থকদের উপর বিভিন্নভাবে আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বিজেপির দুষ্কৃতিকারীরা সিপিআইএম কর্মীদের চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে মারধর করছেন বলে, অভিযোগ করেন তিনি। গত ৫ জানুয়ারি নরসিংগড় স্থিত সিপিআইএম কর্মী বাড়িতে বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তিনি। তারপর থেকে ৬ই জানুয়ারি মোহনপুর কালিবাজার সহ একাধিক এলাকায় ডি ওয়াই এফ আই এর কর্মসূচিতে যোগদান করার জন্য বাম কর্মীদের চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে এদের ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব।
তিনি আরো জানান, পুলিশ সুপার প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন উল্লেখিত ঘটনাবলী সম্পর্কে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।