বিশালগড়, ২০ জানুয়ারি : স্থানীয় শাসকদলের উপ-প্রধানের বাড়ি থেকে রাবার চুরির চাঞ্চল্যকর ঘটনায় তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন নাবালক হলেও, তাদের মধ্যে একজন কুখ্যাত চোর হিসেবে পরিচিত।
সোমবার দুপুরে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, জুয়েল আহমেদ নামে এক কুখ্যাত চোরের নেতৃত্বে এই চুরির ঘটনা ঘটানো হয়েছিল। জুয়েলের সঙ্গে শ্রীবাহেত চৌধুরী (১৬) ও সুবেন মিয়া (১৭) নামে দুই নাবালকও এই চুরিতে জড়িত ছিল।
এর আগে, এনডিপিএস মামলায় জেলে থাকার পর জুয়েল আবারও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে উপ-প্রধান সঞ্জয় রায়ের বাড়ি থেকে রাবার স্কেপ চুরি করার সময় স্থানীয়রা তাদের ধরে ফেলে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।