তরুণরা দেশের সম্পদ, তাঁরাই দেশ গঠন ও সমৃদ্ধিতে অবদান রাখবে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): তরুণরা দেশের সম্পদ, তাঁরাই দেশ গঠন ও সমৃদ্ধিতে অবদান রাখবে। জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত এনসিসি প্রজাতন্ত্র দিবস শিবির ২০২৫-এ ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সংস্কৃতি ১৪০ কোটি মানুষের ঐক্য দ্বারা একত্রে আবদ্ধ, প্রতিটি ব্যক্তির বিকাশ সমাজের উন্নয়নকে প্রতিফলিত করে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জনগণকে নিজেদের জীবনে শৃঙ্খলা, ঐক্য ও জাতীয় অখণ্ডতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান, কারণ এগুলিই উন্নয়নের পথে একটি জাতির ‍ভিত। দেশের যুব সমাজের ওপর পূর্ণ আস্থা রেখেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *