কল্যাণপুর, ২০ জানুয়ারি : খোয়াই নদীতে ভাসমান নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর থানাধীন কুচপাড়া এলাকায় শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কল্যানপুর থানার পুলিশ খবর পেয়ে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।
কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকার, আজ দুপুর ১:৩০ মিনিট নাগাদ খোয়াই নদীতে একটি নবজাতকের দেহ পড়ে রয়েছে বলে স্থানীয়রা পুলিশে খবর দিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছে কল্যাণপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, নবজাতকের মৃতদেহটি নদীর পাড়ে কিছুক্ষণ ধরে পড়ে ছিল। কেউ কেউ বিষয়টি প্রথমে দেখতে পান এবং সন্দেহ হওয়ায় থানায় খবর দেন। ঘটনাস্থলে ভিড় জমে যায়। কেউ কেউ এই ঘটনাকে দুঃখজনক এবং অমানবিক বলে অভিহিত করেন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকার জানান, নবজাতকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দেহের পরিচয় এবং এই মৃত্যুর পেছনের কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, দেহটি কোথা থেকে এসেছে বা এটি পরিকল্পিতভাবে ফেলে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।