পাটনা, ২০ জানুয়ারি (হি.স.): বিজেপির ডাবল ইঞ্জিন সরকার শব্দবন্ধকে কটাক্ষ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর কথায়, “ডাবল ইঞ্জিন সরকারের একটি ইঞ্জিন অপরাধে এবং অন্যটি দুর্নীতিতে।” সোমবার বিহারের ঔরঙ্গাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, “এনডিএ ১১ বছর ধরে কেন্দ্রে এবং বিহারে ২০ বছর ধরে, তাঁরা আর কত সময় পাবে?”
তেজস্বী যাদব আরও বলেছেন, “এখনও পর্যন্ত তাঁরা বিহারকে বিশেষ রাজ্যর মর্যাদা, বিশেষ প্যাকেজ এবং বন্যা ত্রাণ দিতে পারেনি। এই লোকজন বিহারের সঙ্গে সৎ মায়ের আচরণ করেছে।”