আগরতলা, ২০ জানুয়ারি : পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে আজ অরুন্ধুতিনগর থানায় এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। থানার দায়িত্ব ক্ষণিকের জন্য তিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়।
ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে থানার বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। ওসি, সেকেন্ড ওসি এবং অন্যান্য সাব ইন্সপেক্টরদের কাজের ধরন সম্পর্কে তারা সরাসরি জেনেছে। থানার আধিকারিকরা জানিয়েছেন, এই অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে উপকারে আসবে।
ছাত্রছাত্রীরাও এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। তারা পুলিশের কাজের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরে আনন্দিত।