আগরতলা, ২০ জানুয়ারি : ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্বাচিত জেলা সভাপতিদের তালিকা ঘোষিত হয়েছে। আজ কুশাভাউ ভবন থেকে সরাসরি সাংবাদিক সম্মেলনে প্রদেশ প্রভারী ডা রাজদীপ রায় ওই তালিকা প্রকাশ করেছেন।
ওই তালিকায় প্রকাশ পেয়েছে, সদর গ্রামীণ জেলা সভাপতি পদে নির্বাচিত হলেন গৌরাঙ্গ ভৌমিক, সদর শহরাঞ্চল জেলা সভাপতি পদে নির্বাচিত হলেন অসীম ভট্টাচার্য্য, গোমতী জেলা সভাপতি হলেন সবিতা নাথ, খোয়াই জেলা সভাপতি হলেন বিনয় দেববর্মা।
তেমনি, সিপাহীজলা জেলা (উত্তর) সভাপতি পদে নির্বাচিত হলেন বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতি হলেন উত্তম দাস, ঊনকোটি জেলা সভাপতি হলেন বিমল কর, উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল কুমার দাস, দক্ষিণ ত্রিপুরা ( পিলাক) জেলা সভাপতি হলেন দীপায়ন চৌধুরী এবং ধলাই জেলা সভাপতি হলেন পতিরাম ত্রিপুরা।