নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ জানুয়ারি:
সোমবার বিজেপি’র জেলা সভাপতিদের নাম ঘোষণা হবে। জেলা সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার উদয়পুরে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় পাশাপাশি
বিজেপি’র জেলা সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া হয়। সোমবার নির্বাচনের পর নাম ঘোষণা হবে জেলা সভাপতিদের। এদিন উদয়পুরের বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মুখপাত্র সুব্রত চক্রবর্তী, অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার।
এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, গোটা রাজ্যে বিজেপির জেলা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাকে কেন্দ্র করে রবিবার উদয়পুরে জেলা সভাপতি পদের জন্য যারা প্রত্যাশী রয়েছেন তাদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে এবং স্কুটিনি করা হয়েছে। আগামীকাল জেলা সভাপতি নির্বাচনের পর জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে।।