নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি:
রবিবার আগরতলা আশ্রম চৌমুহনি এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।
শহরের প্রাণকেন্দ্রে আশ্রম চৌমুহনী এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়। রাস্তার পাশে ড্রেনের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ছুটে এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
_______