নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জানুয়ারি:
কৈলাসহর শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল হাই স্কুলে রবিবার এমজিএন রেগা কর্মচারী কল্যাণ সমিতির তৃতীয় উনকোটি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুর বেলা কৈলাসহর শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হয় এমজিএন রেগা কর্মচারী কল্যাণ সমিতির তৃতীয় উনকোটি জেলা সম্মেলন।
প্রদীপ প্রজ্বলন করে উক্ত সম্মেলনের শুভ উদ্বোধন করেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস থেকে শুরু করে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে ঊনকোটি জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের জি আর এস গন অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে এম জি এন রেগা কর্মচারী কল্যাণ সমিতির জেলা কমিটির একটি কমিটি গঠন করা হয়। কর্মচারী কল্যাণ সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার মন্ত্রী টিংকু রায়।