গুয়াহাটি, ১৯ জানুয়ারি (হি.স.) : নিম্ন অসমের ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া কো-ডিস্ট্রিক্টে এক সন্দেহভাজন জিহাদিকে আটক করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বিলাসীপাড়ার খুদিগাঁওয়ে অভিযান চালিয়ে এসটিএফ-এর আধিকারিকরা জিহাদি জাহের আলিকে পাকড়াও করেছেন। জাহের আলি অটো চালকের ছদ্মবেশে বসবাস করত বিলাসীপাড়ায়। আজ সন্দেহভাজন জিহাদি জাহের আলি গুয়াহাটিতে নিয়ে এসেছে এসটিএফ। এখানে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এসটিএফ এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১ জানুয়ারি ইংরেজি নববর্ষে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ‘নতুন দিনর বার্তালাপ’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জোরের সঙ্গে বলেছিলেন, সরকার জাতীয় তদন্ত সংস্থা এবং গোয়েন্দা ব্যুরোর সাথে সহযোগিতায় সীমান্ত এলাকায় জিহাদি হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে ২৩ জন জিহাদিকে গ্রেফতারের পাশাপাশি বহু আগ্নেয়াস্ত্র এ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। আশ্বস্ত করে মুখ্যমন্ত্ৰী বলেছিলেন, আসাম পুলিশ সীমান্তের এপার ও ওপারে এ ধরনের ব্যক্তিববর্গ কর্তৃক সৃষ্ট হুমকি সম্পর্কে সচেতন। তিনি বলেছিলেন, ‘আমরা এনআইএ এবং আইবি-র সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করছি। এমনকি আমরা পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে কয়েকজনকে গ্রেফতার করেছি।’