নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): মাসিক বেতার অনুষ্ঠান “মন কি বাত”-এ রবিবার দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৫ সালে এটাই তাঁর প্রথম “মন কি বাত” অনুষ্ঠান। এটি ১১৮তম পর্ব। এদিন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করেন।
বলেন, আমাদের দেশের মহান মনীষী, নেতাজি সুভাষচন্দ্র বসু। ২৩ জানুয়ারি অর্থাৎ তাঁর জন্মবার্ষিকীকে এখন আমরা ‘পরাক্রম দিবস’ রূপে পালন করি। সুভাষ বাবু একজন ভিশনারি ছিলেন। সাহস ওঁর সহজাত স্বভাব ছিল। শুধু তাই নয় উনি একজন অত্যন্ত দক্ষ প্রশাসকও ছিলেন। মাত্র ২৭ বছর বয়সে উনি কলকাতা কর্পোরেশনের কর্মকর্তা হলেন আর তারপরে উনি মেয়রের দায়িত্বও পালন করেন। একজন প্রশাসক হিসেবেও উনি অনেক বড় বড় কাজ করেছেন – বাচ্চাদের জন্য স্কুল, গরিব বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা, আর স্বচ্ছতা ভিত্তিক অনেক প্রচেষ্টার কথা আজও স্মরণ করা হয়। নেতাজি সুভাষের রেডিও-র সঙ্গে এক গভীর সম্পর্ক ছিল। উনি আজাদ হিন্দ রেডিও-র স্থাপনা করেন, যার মাধ্যমে ওঁর কথা শোনার জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করতো। তাঁর ভাষণ, বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াইকে এক নতুন শক্তি প্রদান করে। আজাদ হিন্দ রেডিওতে ইংরেজি, হিন্দি, তামিল, বাংলা, মারাঠি, পঞ্জাবি, পশতো আর উর্দু ভাষায় নিউজ বুলেটিন এর সম্প্রচার হতো। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানাই। সারা দেশের যুববৃন্দের কাছে আমার অনুরোধ, তারা যেন ওঁর সম্বন্ধে আরও বেশি করে পড়ে আর ওঁর জীবন থেকে নিরন্তর প্রেরণা অর্জন করে।