আগরতলা, ১৯ জানুয়ারি : বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ও রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবিবার নজরুল কলাক্ষেত্রে এক মেগা রক্তদান উৎসব ও এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানেই ‘রক্তবন্ধন’ নামে একটি অনলাইন ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়।
এই অনুষ্ঠানে মূল অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও, আগরতলার মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রক্তদানকারীদের এবং অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, “রক্তদান হল মানবতার সর্বশ্রেষ্ঠ সেবা। এই ধরনের উদ্যোগ রাজ্যের মানুষের জন্য আশীর্বাদ।” তিনি নতুন ওয়েব পোর্টাল ‘রক্তবন্ধন’-কেও সাধুবাদ জানান এবং বলেন, এই পোর্টাল রক্তদানের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে।
আয়োজকরা জানান, এই ওয়েব পোর্টালের মাধ্যমে রক্তদাতা এবং রক্তের প্রয়োজনীয় ব্যক্তিদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা হবে। এছাড়াও, রক্তদান সংক্রান্ত সকল তথ্য এই পোর্টালে পাওয়া যাবে।
মেয়র দীপক মজুমদারও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ সুস্থ সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখবে।
এই অনুষ্ঠানে বহু মানুষ রক্তদান করে নিজেদের মানবতার পরিচয় দেন।