আগরতলা, ১৯ জানুয়ারি : দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর ও রামনগর এলাকার বাসিন্দারা পানীয় জলের সমস্যায় ভুগছিলেন। এই সমস্যার স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
তিনি জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই কৃষ্ণনগর ও রামনগর এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু হবে। পাশাপাশি, আগামী কয়েক মাসের মধ্যে সমগ্র আগরতলা পুর এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।
মেয়র দীপক মজুমদার আরও জানিয়েছেন, পুর নিগমের পক্ষ থেকে এলাকাবাসীর দৈনন্দিন সমস্যাগুলোর দ্রুত সমাধানের চেষ্টা চলছে। বিভিন্ন এলাকার রাস্তার অবস্থা উন্নত করার পাশাপাশি পানীয় জলের সমস্যা সমাধানের কাজও শুরু হয়েছে।