ধর্মনগর, ১৯ জানুয়ারি : উদয়পুরের মাতাবাড়ির মতোই মাছ ও কচ্ছপের যুগলবন্দীতে আকর্ষন বৃদ্ধি হয়েছে ধর্মনগরের বিখ্যাত কালী দিঘির। শহরের হৃদয়স্থলে অবস্থিত এই দিঘিটি তার স্বাভাবিক সৌন্দর্যের পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উদ্যোগে আরও সুন্দর হয়ে উঠেছে।
দিঘির চারপাশে বৃক্ষরোপণ করে সবুজায়নের চেষ্টা করা হয়েছে। দিঘির মাঝখানে দেবাদিদেব মহাদেবের বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে যা ভক্তদের মনে ভক্তিময় অনুভূতি জাগিয়ে তোলে। রাতের বেলায় দিঘির চারপাশে বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয়েছে যা শহরকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ধর্মনগরের বাসিন্দারা এই নতুন রূপে মুগ্ধ। তারা মনে করেন, এই দিঘিটি শুধুমাত্র একটি জলাশয় নয়, বরং শহরের একটি গর্ব।