প্রয়াগরাজ, ১৯ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান অব্যাহত। বিপুল সংখ্যক ভক্তসমাগম হয়েই চলেছে। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন ভক্তরা। বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় সমাবেশে এখনও আসছেন ভক্তরা।
জানা গেছে, এ পর্যন্ত ৭ কোটি ৭২ লক্ষেরও বেশি পুণ্যার্থী মহাকুম্ভে যোগ দিয়েছেন এবং ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। সঙ্গমের বাইরেও, মহাকুম্ভ মেলা উত্তর প্রদেশ জুড়ে পর্যটনকে আরও উজ্জীবিত করেছে।