মহাকুম্ভের জনপ্রিয়তা প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের বিষয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): এবার আমরা এত বৃহৎ পরিসরে কুম্ভের ডিজিটাল পদচিহ্ন প্রত্যক্ষ করছি। কুম্ভের এই বিশ্বব্যাপী জনপ্রিয়তা প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের বিষয়।” রবিবার মন কি বাত অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কুম্ভ অনুষ্ঠান আমাদের আরও বলে যে, আমাদের ঐতিহ্য কীভাবে সমগ্র ভারতকে একত্রিত করে। উত্তর থেকে দক্ষিণে বিশ্বাস মেনে চলার উপায় একই। একদিকে, প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বারে কুম্ভের আয়োজন করা হয়; অন্যদিকে, দক্ষিণ অংশে, গোদাবরী, কৃষ্ণা, নর্মদা এবং কাবেরী নদীর তীরে পুষ্করম আয়োজন করা হয়।”

প্রধানমন্ত্রী বলেছেন, “প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে। মানবতার এক অবিস্মরণীয় সমুদ্র, অবিশ্বাস্য দৃশ্য এবং সাম্য ও সম্প্রীতির এক অসাধারণ সঙ্গম! এবার, কুম্ভে অনেক ঐশ্বরিক সাদৃশ্যও মিলিত হচ্ছে। এই কুম্ভ উৎসব বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উৎসব উদযাপন করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *