বার্সেলোনা, ১৯ জানুয়ারি(হি.স.) : লা লিগায় আবার হোঁচট খেল বার্সেলোনা। লিগে সবশেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই পয়েন্ট হারাল তাঁরা ।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ টেবিলের নিচের দিকের দল গেতাফের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
ম্যাচের ৯ মিনিটে পেদ্রির পাসে বক্সে কুন্দের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে আক্রমণ রুখে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি , বল বের করে নিয়ে এসে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার জুল কুন্দেl ৩৪ মিনিটে সমতায় ফেরে গেতাফে। বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া ফেরালেও, কাছেই থাকা আরামবারির পায়ে লেগে বল জালে যায়।
পুরো ম্যাচে প্রায় ৭৮ শতাংশ সময় বল নিজেদের আয়ত্তে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। গেতাফের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল।
২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে ৩-এ আছে বার্সেলোনা। বার্সেলোনার থেকে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৪।