উমরাংসোতে সড়ক দুর্ঘটনা, হত এক স্কুল ছাত্রী, আহত ২২, সংকটজনক ছয়

উমরাংসো (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসোতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সিক্রেট হার্ট স্কুলের এক ছাত্রী নিহত হওয়ার পাশাপাশি ২২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ছয় ছাত্র ও ছাত্রীকে হোজাইয়ের বেসরকারি হাম হাসপাতালে ভরতি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ উমরাংসো থেকে সাত কিলোমিটার দূরবর্তী ১৯ কিলোয় ভয়াবহ এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। উমরাংসো থেকে সিক্রেট হার্ট স্কুলের এএস ০৮ সি ২২৯২ নম্বরের বাস ছাত্র ও ছাত্রীদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে উমরাংসোর ১৯ কিলো এলকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটে। বাসটি রাস্তা থেকে পাল্টি খেয়ে পাশে ঝোপে গিয়ে মুখ থুবড়ে পড়লে মৃত্যু ঘটে সিক্রেট হার্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ডালিমার রংহাংপি (১০)-র।

এছাড়া এই দুর্ঘটনায় আশংকজনক অবস্থায় যে ছয় ছাত্র ও ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হোজাইয়ে হাম হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে তারা যথাক্রমে আরক্লিংসন হানসে (৯), ফিলিয়া চিংথংপি (১০), সরমুকরাং তেরন (৮), দিভিয়া রংহাংপি (১৫), রূপলিন ইংতিপি (১৭), মালেন তেরাংপি (১৮)। একই দুর্ঘটনায় আহত বাকি ১৫ ছাত্রছাত্রীর চিকিৎসা চলছে উমরাংসো হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *