আগরতলা, ১৭ জানুয়ারি: জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে মন্ত্রী, বিধায়করা নিজেদের বেতন বাড়িয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি এমনটাই অভিযোগ তুলেছেন আমরা বাঙালি রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্র পাল।
প্রসঙ্গত, আজ আমরা বাঙালি কর্মী প্রয়াত নিতাই শীলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে বিরোধিতায় পথে নামলেন আমরা বাঙালি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, বিজেপি শাসনের এই ছয় বছরে কর্মসংস্থানের অভাবে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে রাজ্যের বেকার, শ্রমজীবি থেকে সাধারণ মানুষের বেঁচে থাকা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। বস্তুতঃ এরাজ্যের বিজেপি সরকারের বেকার-শ্রমজীবিদের বেঁচে থাকার মৌলিক দাবীগুলি উপেক্ষা করে শুধু মন্ত্রী, বিধায়কদের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ‘তেলা মাথায় তেল দেওয়া’ ছাড়া আর কিছুই নয়।
তাঁর অভিযোগ, মানুষের প্রতিশ্রুতি পূরণ না করে শাসক ও বিরোধী দলের মন্ত্রী বিধায়করা তাদের সুখ শান্তির কথা ভাবছেন।
তাই আমরা বাঙালি তরফ থেকে দাবী, ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন করা, দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ, রাজ্যের ১০০ শতাংশ মানুষের কর্মসংস্থানের জন্যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হোক।