কৈলাসহর, ১৪ জানুয়ারি : আবারও নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি মুরগির ফার্ম। গতকাল রাত আনুমানিক ১২ টা নাগাদ হঠাৎ করে কৈলাসহর টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আহমেদ আলীর মুরগির ফার্মে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। প্রতিবেশিরা হঠাৎ করে দেখতে পান আহমেদ আলীর মুরগির ফার্মে আগুন। পাশাপাশি উনার বাড়ির উঠানের মধ্যে মজুদ করা কিছু খরও পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগে সম্পুর্ন জলে পুড়ে ছাই হয়ে যায়। আজ সকাল বেলা আহমেদ আলী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক ব্যক্তি। তাই তিনি গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং মহকুমা শাসকের কাছে মানবিক আবেদন করেন আর্থিক সাহায্য সহযোগিতা করার জন্য। ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।