আগরতলা, ১৪ জানুয়ারি: গতকাল রাতে নিরীহ রিক্সা চালক শ্রীনাথ ঘোষ এবং তার পরিবারের উপর প্রানঘাতী আক্রমণ করে বিজেপি দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ তুলে নিরীহ পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বড়জলা কল্যাণপুর এলাকাশ সমীর নমঃশুদ্র, রঞ্জিত শীল এবং রাজু বিশ্বস নিরীহ রিক্সা চালক শ্রীনাথ ঘোষের রিক্সাতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনা টের পেয়ে শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ দুষ্কৃতীদের মুখোমুখি হলে দুষ্কৃতীরা তাকে হুমকি দেয় এবং বাড়িতে দুই বোন এবং তার মাকে গালিগালাজ করে। আজ সকালে শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ রামনগর ফাঁড়িতে মামলা দায়ের করে বাড়ি ফেরার পথে আবারো বিজেপি দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছে বলেও অভিযোগ।
প্রবীর ঘোষের মাথায় দা দিয়ে কোপ মারে রঞ্জিত শীল, রাজু বিশ্বাস এবং সমীর নমঃশুদ্র। প্রবীর ঘোষের বাবা রিক্সা চালক শ্রীনাথ ঘোষ বাঁধা দিতে আসলে তাকেও দা দিয়ে পায়ে আঘাত করে এই দুষ্কৃতীরা। এমনকি শ্রীনাথ ঘোষের দুই মেয়ে এবং স্ত্রী কে শ্লীলতাহানির চেষ্টা করে এবং দুই মেয়েকে মাথায় এবং পায়ে আঘাত করে বিজেপি দুষ্কৃতী রঞ্জিত শীল, সমীর নমঃশুদ্র এবং রাজু বিশ্বাস। ইতিমধ্যেই এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ।
শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ অভিযোগ করেন, ওই এলাকায় বিজেপির বুথ সভাপতি চন্দন সরকার এসব দুষ্কৃতীদের ইন্ধন দেয় এবং তাই এরা এলাকায় এসব সন্ত্রাস করে বেড়ায়।
বর্তমানে নিরীহ রিক্সা চালক শ্রীনাথ ঘোষ এবং তার পরিবার নিজে বাড়িতে থাকতেই আতঙ্কে ভুগছে।