কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.): আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত–পাকিস্তান ম্যাচ সামনে রেখে বিশেষ একটি তথ্যচিত্র করার পরিকল্পনা করেছে নেটফ্লিক্স।এই ডকুমেন্টারি সিরিজের নাম দেওয়া হয়েছে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা: ভারত বনাম পাকিস্তান।’ আগামী ৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে।
নেটফ্লিক্সের এই ডকুমেন্টারিতে ১৯৭৮ সালে এই দুই দল প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের কিছু গল্পও উঠে আসবে এই তথ্যচিত্রে। তাছাড়া এই তথ্যচিত্রে সুনীল গাভাস্কার ও শোয়েব আখতারের মতো কিংবদন্তিদের কাছ থেকে দর্শকেরা অজানা অনেক কিছুই জানতে পারবেন। তাছাড়া ভারত–পাকিস্তানের ২২ গজের দ্বৈরথের কিছু রোমাঞ্চকর তথ্যও তুলে ধরা হবে। নেটফ্লিক্সের এই ডকুমেন্টারি সিরিজে সৌরভ গাঙ্গুলি, বীরেন্দর শেহবাগের মতো কিংবদন্তিরাও থাকছেন।