মাদ্রিদ, ১৪ জানুয়ারি (হি.স.): এখন ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, স্পেনের মাদ্রিদে এমনটাই দাবি করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। মঙ্গলবার মাদ্রিদে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, “এখন ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখে বিশ্বের সব দেশই মনে করে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা অনেক দেশের স্বার্থে।”এস জয়শঙ্কর আরও বলেছেন, “এখন খুব কম দেশ আছে, যারা রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে কথা বলার অবস্থানে আছে, ইজরায়েল এবং ইরানের সঙ্গে কথা বলার অবস্থানে রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী উভয়ই করতেই সক্ষম। খুব কম দেশ যারা একটি অবস্থানে রয়েছে কোয়াডের সদস্য হতে এবং ব্রিকসের সদস্য হতে। এটি এমন কিছু যা খুবই অনন্য। আপনারা যদি এখন বিশ্বের দিকে তাকান, এটি একটি অত্যন্ত মেরুকৃত বিশ্ব। সুতরাং একটি মেরুকৃত বিশ্বে, আমরা এমন একটি দেশ যা সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসকে বিশ্বে নিয়ে যেতে সক্ষম।” উল্লেখ্য, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এখন স্পেন সফরে রয়েছেন। এই সফরে তাঁর বেশ কিছু কমসূচি রয়েছে। ভারতের বিদেশমন্ত্রী হিসেবে জয়শঙ্করের এটাই প্রথম স্পেন সফর।
2025-01-14