আগরতলা, ১৪ জানুয়ারি: আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নতুননগর শাখার অনুষ্ঠানিক সূচনা করেন মুখ্য সচিব জীতেন্দ্র কুমার সিনহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব বলেন, পৌষ পার্বণ উৎসবের দিনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নতুননগর শাখার অনুষ্ঠানিক সূচনা হয়েছে। তার জন্য ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্যদের শুভকামনা জানালেন তিনি।
তাঁর কথায়, ত্রিপুরায় গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে অধিকাংশই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে। দিন দিন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রগতিশীল ধারায় এগিয়ে যাচ্ছে।