আগরতলা, ১৩ জানুয়ারি : আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে শিক্ষিকা গৃহবধূকে। থানায় মামলা করা হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের তালবাহানা করছে। এমনই অভিযোগ মৃতার বাপের বাড়ির সদস্যদের।
ঘটনার বিবরণে প্রকাশ, হৈমন্তী সিংহ বর্মন নামে এক শিক্ষিকার গত ২০ ডিসেম্বর জিবিপি হাসপাতালে মৃত্যু হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। হৈমন্তী সিংহ জিবিপি হাসপাতালে থাকাকালীন অবস্থায় নিজেই জানিয়েছিলেন তার স্বামী মৃণাল কান্তি বর্মন, পেশায় শিক্ষক তাঁর গায়ে আগুন দিয়েছে। তার শাশুড়ি ঊষারানী বর্মন, ভাসুর মানষ বর্মন এবং তার স্ত্রী ঝুমা বর্মন তার স্বামীকে এই কাজে সাহায্য করেছে বলে জানিয়েছিল হৈমন্তী সিংহ বর্মন। পরবর্তী সময়ে গৃহবধূর মৃত্যু হয়।
এরই পরিপ্রেক্ষিতে মেলাঘর থানায় গত ২৭ ডিসেম্বর ২০২৪ মামলা করা হয়। এই মামলার মূল অভিযুক্ত স্বামী মৃণাল কান্তি বর্মন। কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই হত্যাকাণ্ডে। মেলাপুর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তালবাহানা করছে। এমনটাই অভিযোগ মৃতার বোনের। অভিযুক্তরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি তাদের।
এদিকে মেলাঘর থানার ওসি দেবাশীষ সাহা জানিয়েছেন, এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক বলেই দাবি পুলিশের। অভিযুক্ত ঘটনার পর থেকেই বাড়িছাড়া বলে দাবি পুলিশের। তিনি আরো জানান, এই হত্যার কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে। খুব তাড়াতাড়ি তাদের খুঁজে বের করে গ্রেফতার করা হবে বলে দাবি মেলাঘর থানার পুলিশের।