তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারি : সিপিআইএম ধর্মীয় অনুষ্ঠানে বিশ্বাস করে না। কিন্তু বিজেপি দল ধর্মীয় রীতিনীতি বিশ্বাস করে। সোমবার তেলিয়ামুড়া মহকুমা চাকমাঘাটস্থিত খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে দুদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধনে এই কথা বলেন বিপ্লব কুমার দেব।
গোটা রাজ্যে যখন উগ্রবাদী সমস্যা ছিল সেই সময় জাতি-উপজাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯৯৯ সালে তেলিয়ামুড়া মহকুমা চাকমাঘাটস্থিত খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে দুদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলা আয়োজন করা হয়েছিল। সেই সময় থেকে আজকের দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণাথীদের সমাগমে দুইদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
সোমবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্ভোধন করেন। বিপ্লব কুমার দেব ছাড়া ও উপস্থিত ছিলেন জেলা সভাপতি,জেলা শাসক সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দরা।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুইদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। উত্তরিয়া এবং ফুলের তোড়া দিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব সহ মঞ্চে মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথি বর্গদের বরণ করে নেন মেলা কমিটির পক্ষ থেকে। পরে তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের সম্মান সম্মান প্রদান করেন সংসদ বিপ্লব কুমার দেব। পরে সরকারি বিভিন্ন দলগুলি উদ্বোধন করেন সংসদ বিপ্লব কুমার দেব।
তিনি এই পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠানে উপস্থিত থেকেও উদ্বোধক এর ভাষণে বলেন, সিপিআইএম ধর্মীয় অনুষ্ঠান বিশ্বাস করে না। কিন্তু বিজেপি দল ধর্মীয় রীতিনীতি বিশ্বাস করে। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য জুড়ে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করে চলেছে। সিপিআইএম আমলে পানীয় জলের জন্য সংগ্রাম করতে হয়েছে। বিজেপি সরকারের আমলে রাস্তাঘাটে উন্নয়ন হয়েছে। সারারাতব্যাপী চলবে জাতি উপজাতিদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।