নিজস্ব প্রতিনিধি, আমবাসা,১২ জানুয়ারি:
নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে গেল লরি। ঘটনায় লরির ভেতরের থাকা দুজনেই আহত হয়েছেন। তার মধ্যে একজনের আঘাত গুরুতর।
ঘটনার বিবরনে জানা গেছে, মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৪৭মাইল এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চালক এবং একজন মহিলা গুরুতর আহত হন। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘটনাগ্রস্থ লরিটির নাম্বার টিআর০১-এএফ-1867। গাড়ি চালক রতন দেবনাথ এবং অপর মহিলার নাম রম্পা দেবনাথ বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। মূলত পাহাড়ি রাস্তায় বাক নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।