নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি:
প্রতাপগড় ব্রাইট ক্লাবের সুবর্ণ জয়ন্তী বছর পূর্তি উপলক্ষে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক সুশান্ত দেব, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।
এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য প্রতাপগড় ব্রাইট ক্লাবের বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচির প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন সারা ভারতের সাথে ত্রিপুরাতেও স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালিত হচ্ছে। স্বামীজীর দেখানো পথেই যুবক-যুবতীরা রাজ্যের উন্নয়নে এবং অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।