নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ জানুয়ারি:
বিষপান করে আত্মহত্যা করল এক যুবক। ঘটনাটি ঘটে কৈলাসহর পুরপরিষদের অধীনে কালিপুর বাধেরপার ১৩নং ওয়ার্ড এলাকায়। সুহীদ দেবনাথ(১৮) নামে যুবক কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে নিরাপত্তার কর্মী হিসাবে কাজ করত। কালীপুর বাধেরপাড় এলাকার বাড়িতে ওরা কেউই থাকত না, শহরের কোন এক জায়গায় ওরা ভাড়া বাড়ীতে বসবাস করত। গতকাল সন্ধ্যাবেলা সুহীদ দেবনাথের মার সাথে সুহীদের কোন এক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এরপর সুহীদ দেবনাথ কালিপুর বাঁধেরপাড় এলাকায় তার নিজ বাড়িতে চলে আসে এবং সে সেখানে এসে রাগান্বিত হয়ে বিষপান করে বলে অভিযোগ। তার অবস্থা গুরুতর হলে সে ছটফট করতে শুরু করে তার নিজ বাড়িতে।
এলাকাবাসীর তাকে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত্রিবেলা মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। রবিবার দুপুরবেলা তার মৃতদেহ ময়নাতদন্ত করার পর কালিপুর বাঁধেরপাড় এলাকায় অবস্থিত তার নিজ বাড়িতে তার মৃতদহ নিয়ে আসা হয়। তার মৃতদেহ নিয়ে আসার পর কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবারের লোকেরা এবং তার নিকট আত্মীয়রা। তার এই অকাল মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।