ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন

ধর্মনগর, ১২ জানুয়ারি : ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে একটি মেগা রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন।

প্রসঙ্গত, ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনকে ঘিরে সারা দেশে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে ধর্মনগর পুর পরিষদের অফিস প্রাঙ্গণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিন, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমার শাসক তথা পুরো পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সজল দেবনাথ, সহকারী কার্যনির্বাহী আধিকারিক ওমর চন্দ বিশ্বাস এবং ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর ও কর্মীবৃন্দ।

এদিনের অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু ও কিশোর-তরুণ অংশগ্রহণ করেছে। পাশাপাশি, ২২ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। এছাড়াও, সাফাই কর্মী ও সাফাই মিত্রদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

ধর্মনগর পুর পরিষদের আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগ সমগ্র সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজের মধ্যে সেবার মানসিকতা গড়ে তোলার জন্য উল্লেখ্য উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছেন উপস্থিত সকলেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *