নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): আগামী ৫ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করবেন দিল্লির জনগণ। এই ব্যাপারে আশা প্রকাশ করলেন কংগ্রেস নেতা শচীন পাইলট। রবিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শচীন পাইলট বলেছেন, “দিল্লির জনগণ ৫ ফেব্রুয়ারি একটি নতুন সরকার নির্বাচন করতে চলেছে। আমরা দিল্লির জনগণের জন্য কিছু গ্যারান্টি পেশ করতে যাচ্ছি।”
শচীন পাইলট আরও বলেছেন, “আজ, আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আমরা দিল্লির যুবকদের প্রতি মাসে ৮,৫০০ টাকা প্রদান করব, যারা শিক্ষিত কিন্তু এক বছরের জন্য বেকার। এটা শুধু আর্থিক সাহায্য নয়। আমরা তাদের সেই ক্ষেত্রে সম্পৃক্ত করার চেষ্টা করব, যেক্ষেত্রে তাঁদের প্রশিক্ষিত করা হয়েছে।”