ভারতের যুবশক্তি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): ভারতের যুবশক্তি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, যারা তথ্য অন্বেষণ করেন, তাঁরা ভাবতে পারে যে এটি অসম্ভব। কিন্তু, আমি জানি এটি একটি বিশাল লক্ষ্য, কিন্তু অসম্ভব নয়। স্বামী বিবেকানন্দের ১৬৩-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ প্রদর্শনী ঘুরে দেখেন। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগে যুব সম্প্রদায়ের সঙ্গে ভবিষ্যৎ ভারত নিয়ে আলাপ-আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, “আজ গোটা দেশ স্বামী বিবেকানন্দকে স্মরণ করছে এবং তাঁকে অভিবাদন জানাচ্ছে। স্বামী বিবেকানন্দের দেশের যুব সমাজের প্রতি অগাধ বিশ্বাস ছিল। স্বামীজি বলতেন, তরুণ প্রজন্মের প্রতি, নতুন প্রজন্মের প্রতি আমার বিশ্বাস আছে। বিবেকানন্দ জির যেমন বিশ্বাস ছিল, তেমনই বিবেকানন্দের কথায় আমার বিশ্বাস আছে। তিনি ভারতের তরুণদের জন্য যা কিছু ভেবেছেন এবং বলেছেন, তাতে আমার অন্ধ বিশ্বাস আছে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বড় লক্ষ্য স্থির করা এবং অর্জন করা শুধু কোনও একটি সরকারি যন্ত্রের কাজ নয়, দেশের প্রতিটি নাগরিকের এতে যোগদান করা আবশ্যক। লক্ষ লক্ষ মানুষ এতে যোগ দিয়েছে। ‘বিকশিত ভারত’-এর মালিকানা শুধু আমার নয়, আপনারও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *