বক্সনগর, ১২ জানুয়ারি : মেঘালয় থেকে চুরি করা বাইক সহ চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কলমচৌড়া থানা পুলিশ। প্রাথমিক তদন্তের পর বাইকটি মেঘালয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের বিবরণে অনুযায়ী, শুক্রবার গভীর রাতে ভেলুয়াচর নাকা পয়েন্ট থেকে বাইক সহ চোরকে আটক করা হয়েছে। কলমচৌড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে নাকা পয়েন্টে ওৎ পেতে বসেছিল। সন্দেহভাজন এক ব্যক্তিকে বাইক সহ আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় এটি সেই চুরি যাওয়া বাইক।
পুলিশ ওই বাইক চোর সহ মেঘালয়ের চুরির বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তের পরে মেঘালয়ের পুলিশকে এই বিষয়ে খবর দেওয়া হলে শনিবার তারা কলমচৌড়া থানায় এসে চুরির বাইকটি শনাক্ত করেন। পরবর্তী সময়ে চোর সহ বাইকটি মেঘালয় পুলিশের হাতে তুলে দেয় কলমচৌড়া থানা পুলিশ।