আগরতলা, ১২ জানুয়ারি : সাত সকালে সোনামুড়া নিয়ে যাওয়ার প্রাক্কালে ইয়াবা ট্যাবলেট বোঝাইকৃত এক লরি আটক করতে সক্ষম হয়েছে পূর্ব ও পশ্চিম থানার পুলিশ।
রবিবার সকালে গোপন খবরের ভিত্তিতে বহিঃরাজ্যের একটি লরি আটক করে আনুমানিক ১ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। রাজধানীর প্রতাপগড় এলাকায় ওই লরি আটক করা হয়েছিল বলে জানায় পুলিশ।
পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ এলাকায় সন্দেহভাজন ওই লরি আটক করে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরো বলেন, গাড়িটি মেঘালয় থেকে আসছিল এবং তাতে সিমেন্ট বোঝাই করা ছিল। গাড়িটি সোনামুরার দিকে যাচ্ছিল। গাড়ি চালক ও সহচালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।