নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): স্বামী বিবেকানন্দের ১৬৩-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ প্রদর্শনী ঘুরে দেখলেন। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগে যুব সম্প্রদায়ের সঙ্গে ভবিষ্যৎ ভারত নিয়ে আলাপ-আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকের সঙ্গে কথা বললেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
2025-01-12