অমিত শাহকে তোপ কেজরির, বললেন বিজেপি বস্তিবাসীদের ভালোবাসে না

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। রবিবার কেজরিওয়াল বলেছেন, “অমিত শাহ জি যেভাবে দিল্লির বস্তিবাসীদের কাছে মিথ্যা বলেছেন এবং তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, এখন আমরা সেই মিথ্যাকে ফাঁস করতে এই বস্তি শিবিরে এসেছি। তিনি বলেছিলেন ‘জাহা ঝুগ্গি ওয়াহা মাকান’, কিন্তু বিজেপির লোকজন কার ‘মাকান’ তা বলছে না। ২০১৪ সালে বিজেপি সরকার এসেছিল। এই ১১ বছরে তারা দিল্লিতে ৪,৭০০টি বাড়ি তৈরি করেছে। দিল্লিতে ৪ লাখ ঝুগ্গি রয়েছে। যদি গত ১০ বছরে ৪,৭০০টি বাড়ি তৈরি করা হয়, তবে দিল্লির প্রতিটি বস্তিবাসীকে বাড়ি দিতে ১০০০ বছর সময় লাগবে।”

কেজরিওয়াল আরও বলেছেন, “আমরা দেখেছি কিভাবে তাদের (বিজেপি) নেতারা বস্তিতে ঘুমাচ্ছে। তারা ৫-১০ বছর ধরে ঘুমায়নি। গত এক মাস ধরে তাদের নেতারা বস্তিতে ঘুমাচ্ছেন। তারা বস্তিবাসীকে ভালোবাসে না। বিজেপি ধনীদের দল। বস্তিবাসীকে তারা পোকা মনে করে। তারা নির্বাচনের আগে বস্তিবাসীর ভোট চায় এবং নির্বাচনের পর বস্তিবাসীর জমি চায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *