রায়পুর, ১২ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। রবিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ নকশাল। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য স্বয়ংক্রিয় অস্ত্র। বিজাপুর পুলিশ জানিয়েছে, রবিবার সকালে বিজাপুর জেলার জাতীয় উদ্যান এলাকার অন্তর্গত জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।
সেই গুলির লড়াইয়ে পরাস্ত হয়েছে নকশালরা। এনকাউন্টারে ৩ মাওবাদীর মৃত্যু হয়েছে এবং আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার হয়েছে। নিহত নকশালদের চিহ্নিত করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে।