লন্ডন, ১২ জানুয়ারি (হি.স.) : দীর্ঘ ১১ বছর এভারটনের দায়িত্ব পালন করা স্কটিশ কোচ ডেভিড ময়েসকে আবারও কোচের দায়িত্ব দিল এভারটন। ইংলিশ ক্লাবটিতে আবার ফিরতে ফেরে ভীষণ খুশি ময়েস।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এভারটনের কোচের দায়িত্বে ছিলেন ময়েস। এরপর তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ওয়েস্ট হ্যামের কোচের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার শন ডাইসকে চাকরিচ্যুত করে এভারটন। দুদিন পর শনিবার ময়েসের সঙ্গে তারা চুক্তি করল আড়াই বছরের।
এভারটনের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই খারাপ। প্রিমিয়ার লিগ টেবিলের অবনমন অঞ্চলে আছে তারা। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে তারা জিততে পেরেছে কেবল ৩টি। ১৭ পয়েন্ট নিয়ে আছে ১৬–তম স্থানে।