ম্যানচেস্টার, ১২ জানুয়ারি (হি.স.) : শনিবার রাতে ইতিহাদে এফএ কাপের ম্যাচে স্যালফোর্ড সিটির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন সিটিজেনরা। ম্যানচেস্টার সিটির একাদশে কোচ পেপ গার্দিওলা সুযোগ করে দিয়ে ছিলেন কিছু নতুন মুখকে। হতাশ করেননি তাঁরা। ৮ টি গোল দিয়ে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটির নতুন মুখরা।
সিটির হয়ে হ্যাটট্রিক করেন জেমস ম্যাকঅ্যাটি। উচ্ছ্বসিত কোচ গার্দিওলা তাঁকে নিয়ে বলেন, ও খুবই প্রতিভাবান একজন ফুটবলার। অস্বীকার করা যাবে না। আগামী দিনে ও আরো ভালো খেলবে।
এছাড়া জোড়া গোল করেন জেরেমি ডোকু। আর মরসুমে প্রথম ম্যাচে সুযোগ পেয়ে গোল করেছেন জ্যাক গ্রিলিশ। এছাড়া সিটির হয়ে প্রথম গোল করেন ডিভিন মুবামা এবং নিকো ও’রেইলি।