পাটনা, ১২ জানুয়ারি (হি.স.): পরীক্ষা ইস্যুতে ফের অশান্ত হয়ে উঠল পাটনা। বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদবের সমর্থকরা রবিবার সকালে পাটনায় বিপিএসসি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ফলে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়।
পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব রবিবার বিহার বনধ-এর ডাক দিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে রবিবার সকাল থেকেই পাটনার নানা স্থানে চলে বিক্ষোভ প্রদর্শন। পাপ্পুর সমর্থকরা পাটনার রাস্তায় মিছিলও করেন। পাপ্পু যাদব বলেছেন “…’সরকার কা রাম-রাম সত্য করনা হ্যায়। যাঁরা ছাত্র-বিরোধী তাঁদের রাম-রাম সত্য হ্যায়’। বিহারের মানুষ রাস্তায়, ছাত্ররা রাস্তায়। সবাই এটা (বিহার বন্ধ) সমর্থন করছি।”