আগ্রা, ১২ জানুয়ারি (হি.স.): অতি ঘন কুয়াশার কারণে তাজনগরী আগ্রায় শূন্যের কাছাকাছি নেমে গেল দৃশ্যমানতা। দৃশ্যমানতা তলানিতে পৌঁছে যাওয়ায়, রবিবার সকালে কিছুটা দূর থেকে স্পষ্টভাবে দেখাই যাচ্ছিল না তাজমহলকে। ঘন কুয়াশার পিছনে লুকিয়ে ছিল তাজমহল। তাজ ভিউ পয়েন্ট থেকে একেবারে অস্পষ্ট দেখা যাচ্ছিল তাজমহলকে।
তবে, বেলা বাড়তেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। রবিবারও দেশের বিভিন্ন প্রান্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। দিল্লি, উত্তর প্রদেশে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন। একইসঙ্গে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে।