ফের ডুম্বুর জলাশয়ে দূর্ঘটনার কবলে অত্যাধুনিক বোট, অক্ষত অবস্থায় উদ্ধার যাত্রীদের

আগরতলা, ১১ জানুয়ারি: রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নারকেল কুঞ্জে ভ্রমণে গিয়ে ডুম্বুর জলাশয়ে যাত্রী নিয়ে একটি অত্যাধুনিক বোট উল্টে গিয়েছে। যদিও অক্ষত অবস্থায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ দুপুর তিনটে নাগাদ নারকেল কুঞ্জে ভ্রমণে গিয়ে ডুম্বুর জলাশয়ে যাত্রী নিয়ে একটি অত্যাধুনিক বোট উল্টে গিয়েছে। ওই বোটে মোট ১৫ জন যাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পর্যটকদের অতি উৎসাহের ফলে দুর্ঘটনার কবলে পডতে হয়েছে। যদিও অক্ষত অবস্থায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

এদিকে এবিষয়ে গণ্ডাছড়ার ভারপ্রাপ্ত এসডিএম ওঙ্কার দেব জানিয়েছেন, নারকেলকুঞ্জে শনিবার দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি ব্যক্তিগত মালিকানাধীন। নারকেলকুঞ্জ সোসাইটিতে নথিভুক্ত নয় ওই বোটটি। নৌকায় পরিবহন করা পর্যটকরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।   নৌকার শেডের উপর দাঁড়িয়েছিলেন পযটকরা। যার ফলে বোটটি দুর্ঘটনাগ্রস্ত হয়। স্হানীয় প্রশাসন থেকে লাইফ জ্যাকেট রাখা সহ প্রয়োজনীয় নির্দেশিকা থাকার পরও তা মানেনি সংশ্লিষ্ট বোটটি। নৌকাটি সিজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *